শীতার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও সহায়তা তহবিলে এনআরবি ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে কম্বল প্রদান করা হয়েছে। বুধবার ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে পনের হাজার কম্বল তুলে দেন এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল। এসময় উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান খন্দকার আর আমিন।
এ সময় রাষ্ট্রীয় বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে দেশের ৩৯ টি ব্যাংকের পক্ষ থেকে ছাব্বিশ লক্ষ পঁচাওর হাজার কম্বল ও দশ লক্ষ টাকা শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/a2h5
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন