সিলেট ব্যুরো,নিরাপদ নিউজ: সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস ভারতের প্রজাতন্ত্র দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেছেন, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারত একটি সার্বভৌম ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান এবং বর্তমান সময়ে দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতার হাত প্রসারিত রয়েছে।
ভৌগোলিক নিকটতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে দুই দেশ একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের তরুণ সমাজ, অর্থনৈতিক সম্ভাবনা ও আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভারত একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
সোমবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেট এলাকায় একটি অভিযাত হোটেলে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ সমাজের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সূচিত অনুষ্টানে দুই দেশের ঐতিহাসিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতি সম্মান জানানো হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। স্থানীয় বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি অতিথিদের মুগ্ধ করে। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দুই দেশের সংস্কৃতির সৌন্দর্য ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধন আরও সুদৃঢ় করে। তারা সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এসব কর্মসূচি সিলেটে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপনকে স্মরণীয় করে তোলে এবং ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
এর আগে সোমবার সকালে নগরীর শাহজালাল উপশহরে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এ সময় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ আয়োজনে যোগব্যায়াম ও ধ্যান কর্মসূচির পাশাপাশি দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও দেশপ্রেমের আবহ তৈরি করে।
