সিলেট-বিয়ানীবাজার সড়কের হেতিমগঞ্জ এলাকায় ট্রাকের পেছনে মাইক্রোবাস গাড়ির ধাক্কায় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। এতে ভস্মিভূত হয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসযাত্রী তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মাইক্রোবাস (নোহা) গাড়ি থেকে তিনজনের মৃতদেহ ও আহতদের উদ্ধার করে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, তিনজনের মৃতদেহ উদ্ধার শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/kklc
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন