সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসা থেকে শনিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় তাকে নূরজাহান হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে নেওয়ার পর তার ইসিজি ও ইকোসহ অন্যান্য পরীক্ষা করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। শনিবার সকাল থেকে মেয়র মহোদয় জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরাসরি উপস্থিত থেকে তদারকি করে যাচ্ছেন। হাসপাতালে নেয়ার পর তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/5nqh
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন