English

30 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

আইন অনুযায়ী ব্যবস্থা নিন: ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

- Advertisements -
‘সোনারগাঁয় তিন ফসলি জমির মাটি কেটে চলছে ইটভাটা’ শীর্ষক একটি খবর প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মহজমপুর বিলের তিন ফসলি জমির মাটি জোরপূর্বক কেটে নিচ্ছেন স্থানীয় ইটভাটার মালিক। চোখের সামনে নিজেদের জমির মাটি কেটে পুকুর বানাতে দেখেও ভয়ে বাধা দিতে পারছেন না কৃষকরা।ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে একটি চক্র দুই বছর ধরে ফসলি জমির মাটি এক্সকাভেটরের (ভেকু) মাধ্যমে ১০ থেকে ২০ ফুট গভীর করে কেটে ফেলছে। তারপর সেই মাটি নিয়ে বিক্রি করছে ইটভাটায়। কৃষকরা বলছেন, স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো ফল পাননি তাঁরা।

ফসলি জমির মাটি ইটভাটায় ব্যবহারের ঘটনা এটাই প্রথম নয়। বাংলাদেশজুড়েই এ ধরনের অনেক ঘটনা ঘটছে। ইটভাটার মালিকরা আইনের তোয়াক্কা না করে স্থানীয় প্রভাবশালী চক্রের ছত্রচ্ছায়ায় এ ধরনের কাজ করে যাচ্ছেন—এমন অভিযোগ পুরনো। ঢাকার ধামরাইয়ের জালসা এলাকায় বিদ্যুতের খুঁটির পাশ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে ইটভাটায়। এতে উচ্চমাত্রার বিদ্যুত্বাহী একটি খুঁটি হেলে পড়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা।

বরগুনার আমতলী উপজেলার ফসলি জমির উর্বর মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া, গাঁড়াদহ ও কায়েমপুর ইউনিয়নে উর্বর তিন ফসলি কৃষিজমিতে ১৭টি ইটভাটা গড়ে উঠেছে। কক্সবাজারে সিন্ডিকেট সদস্যরা পাহারা বসিয়ে রাত-দিন ফসলি জমির মাটি কাটছে। আবার অনেক জমির মালিক বিষয়টি বুঝতে না পেরে অধিক লাভের লোভে ইটভাটায় মাটি বিক্রি করছেন।

জাতীয় ভূমি ব্যবহার নীতি-২০১০ এবং কৃষিজমি সুরক্ষা ও ভূমি জোনিং আইন-২০১৩-এ বলা হয়েছে, কৃষিজমি কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। ইট তৈরিতে কৃষিজমির মাটি ব্যবহার করা যাবে না।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ মাটির ব্যবহার হ্রাসকরণ নিয়ন্ত্রণ আইনে উল্লেখ আছে, ইট প্রস্তুতের জন্য ইটভাটার মালিকরা কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি কেটে বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে তা ব্যবহার করতে পারবেন না। ইটভাটার মালিকরা আইনের তোয়াক্কা না করে ফসলি কৃষিজমি থেকে দেদার মাটি কেটে তা সংগ্রহ করে ইটভাটার কাঁচামাল হিসেবে ব্যবহার করছেন।

একটি কৃষিজমির হিউমাস-সমৃদ্ধ টপসয়েল তৈরি হতে ২৫-৩০ বছর সময় লাগে। সেই মাটি কেটে ইট বানানোর মাধ্যমে জমিটি দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি ভাববে কে? বাণিজ্যের কাছে পরিবেশও পণ্য। ইটভাটাগুলো যাতে আইন মানতে বাধ্য হয় সে জন্য কাজ করতে হবে। এ ব্যাপারে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন