English

26.9 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

‘বিমান দুর্ঘটনা আমাকে আবার ট্রমায় ফেলেছে’

- Advertisements -

ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি বাকরুদ্ধ হয়ে পড়েছেন শিল্পীরাও। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। এমন ঘটনার প্রতিক্রিয়ায় কণ্ঠশিল্পী আসিফ আকবর জানান নিজের বিমান ভ্রমণে ভীতির কথা।

আসিফ আকবর মনে করেন, প্রতিটি বিমান দুর্ঘটনা আতঙ্কের, হতাশার। কারণ, এতে প্রচুর প্রাণহানির পাশাপাশি মানসিক বিপর্যয় ঘটে।

তার ভাষায়, ‘ফ্রিকোয়েন্ট ট্র্যাভেলার হিসেবে বিমানেই যেতে হয় এই দেশ ঐ দেশ। প্রতিবারই দোয়া দরুদ পড়ে শান্তভাবেই জার্নি করি। বাসা থেকে বের হয়ে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। প্রস্তুত থাকি নিশ্চিত মৃত‍্যুর অনিশ্চিত যাত্রায়। যে সিটে বোর্ডিং সেই সিটেই বসে থাকি, যেন পরিবার লাশ না পেলেও একটা কাপড়ের টুকরো হলেও পাবে এই আশায়।’

এই গায়ক আরও বলেন, ‘ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা আমাকে আবার ট্রমায় ফেলেছে। দাউ দাউ আগুনে জ্বলে, নিহতদের পরিবারের মানসিক অবস্থা কী! বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে পাইলট ক্রু আর যাত্রীদের বাঁচার আকুতি কেমন হতে পারে, তা ভেবেই শরীর অবশ করা মন খারাপ সবার।’

আসিফের ভাষ্যে, ‘আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ার কারণে হতাহতের সংখ‍্যাও বেড়েছে। উড্ডয়ন আর অবতরণে প্রতিটি বিমানই আসলে মৃত্যুকে আলিঙ্গন করে যায়, আবার বেঁচে থাকার স্বাদও উপহার দেয়। খোলা আকাশে বিমান উড়তে দেখলেই আল্লাহর কাছে দোয়া করি, যেন বিমানটি যাত্রীদের নিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়।’

আসিফ তার এই ফেসবুক পোস্টে আরও লিখেছেন, ‘কয়েকদিন আগেও আমার টিমের তিন মেম্বার এই এয়ারলাইন্সে লন্ডন ভ্রমণ করে এসেছে, তারা নিজেরাও এখন ট্রমায় আক্রান্ত। আহমেদাবাদ ট্র্যাজেডিতে নিহত সকলের পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করছি। আসলে মৃত্যুই সত‍্য।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vowc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন