সৈয়দপুরে গাড়ির হর্ন বাজাতে নিষেধ করায় এক কমিশনারকে মারধর করা হয়েছে। শহরের সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে সৈয়দপুর প্লাজায় অবস্থিত মার্ভেলাস গার্মেন্টের মালিক মিলনের ছোট ভাই সুজন প্লাজার পেছনের গেট দিয়ে জোরে জোরে হর্ন বাজাতে বাজাতে মার্কেটে প্রবেশ করেন। এ সময় মার্কেট প্রাঙ্গণে দাঁড়িয়েছিলেন ৪নং ওয়ার্ডের কমিশনার মিন্টু।
তিনি সুজনকে মার্কেটের কাছে আস্তে হর্ন বাজাতে বললে মোটরসাইকেল আরোহী সুজন ক্ষিপ্ত হয়ে কমিশনার মিন্টুর শার্টের কলার ধরে মারধর শুরু করেন। এতে দুপক্ষের লোকজন ভিড় জমালে বিষয়টি শুরুতর আকার ধারণ করে। পরে মার্কেট সমিতির লোকজন এগিয়ে এসে বিষয়টি নিষ্পত্তি করেন। এ বিষয়ে কমিশনার মিন্টু বলেন, বিষয়টি তিনি থানায় মোবাইল ফোনের মাধ্যমে জানিয়েছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0ym2