English

30 C
Dhaka
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
- Advertisement -

‘অন্যের এনআইডি দিয়ে কাটা টিকিটে ভ্রমণ করলে জরিমানা’

- Advertisements -
Advertisements
Advertisements

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের টিকিট নিয়ে কালোবাজারি বন্ধে কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। রেলের টিকিট কাটতে যাত্রীদের এনআইডি ও বিক্রির ক্ষেত্রেও এনআইডি ছাড়া কারো কাছে টিকিট বিক্রি করা যাবে না। টিকিট যার ভ্রমণ তার।

অন্যের এনআইডি দিয়ে কাটা টিকিট নিয়ে কেউ রেল ভ্রমণ করলে জরিমানা করা হবে।
আজ সোমবার বিকেলে ঠাকুরগাঁও শহরের রোড রেল স্টেশনের উঁচু ও বর্ধিত প্ল্যাটফরম কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, উত্তাঞ্চলের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে রেলের নতুন র‌্যাক সংযোজন করে ঈদের পর পঞ্চগড় থেকে রংপুর দোলচাঁপা ও রামসাগড় মিটারগেজ ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে। যার ফলে খুব কম খরচে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ রেলের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর পূর্বে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন