English

30 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

আইপিএল আয়োজনের সিদ্ধান্তই ভুল ছিল: শোয়েব আখতার

- Advertisements -

ভারতে করোনা পরস্থিতির ভয়াবহ অবনতির কারণে মাঝপথেই স্থগিত হয়ে গেছে আইপিএলের চতুর্দশ আসর। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শোয়েব আখতার।

তবে সাবেক পাকিস্তানি স্পিডস্টারের মতে, আইপিএল আয়োজনের সিদ্ধান্তই ভুল ছিল।নিজের ইউটিউব চ্যানেলে আইপিএল স্থগিত করা নিয়ে মতামত জানান শোয়েব আখতার। পাশাপাশি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রসঙ্গ তুলে খোঁচাও দেন তিনি। শোয়েব বলেন, ‘আইপিএল আয়োজন মোটেই যুক্তিযুক্ত ছিল না। আমরা পিএসএল-এ জৈব সুরক্ষা বলয় করেছিলাম, যা পুরোপুরি ব্যর্থ হয়েছিল। ভারতও একই পথে হেঁটেছে এবং ব্যর্থ হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত বা ইংল্যান্ডে এসব (জৈব সুরক্ষা বলয়) সম্ভব। কিন্তু এখানে যারা হোটেলে কাজ করে তারাই নিরাপদ নয়। ওরা তো আর বলয়ের ভেতরে থাকে না। আন্তর্জাতিক ক্রিকেটে বলয় হতে পারে, কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সম্ভব নয়। কারণ সারা বিশ্বের ক্রিকেটাররা খেলতে আসে। আর আইপিএলও ছোট কোনো টি-টোয়েন্টি লিগ নয়। ’

ক্রিকেটাররা আইপিএল টাকার জন্য খেলতে যায় বলে প্রায়ই সমালোচনা শোনা যায়। শোয়েব আখতার এই প্রসঙ্গ তুলে ক্রিকেটারদের রীতিমত তুলোধুনা করেছেন। তিনি বলেন, ‘২০০৮ সাল থেকেই ক্রিকেটাররা (আইপিএল থেকে) আয় করছে। একটা বছর আয় না হলে কি তাদের খুব বেশি সমস্যা হবে? এখন (করোনায়) মানুষ মারা যাচ্ছে। আর এমন সময় এই উৎসব চলতে পারে না। এটা তো জাতীয় বিপর্যয়।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন