English

38 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

আইফোন কিনতে অন্যের বাসায় চুরি, কলেজছাত্র গ্রেফতার

- Advertisements -

আইফোন কিনতে পরিবারের কাছে টাকা চেয়েছিলেন। কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করে পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে চুরির পরিকল্পনা করেন। পরে আইফোন কেনার টাকা যোগার করতে বন্ধুকে নিয়ে অন্য একটি বাসায় চুরি করেন ১৭ বছর বয়সী কলেজশিক্ষার্থী। এমনটি জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) রাজধানীর মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করা সোনা ও নগদ টাকা। গ্রেফতার শিক্ষার্থী রাজধানীর একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়েন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ২৮ সেপ্টেম্বর বিকেলে মিরপুর মডেল থানার পূর্ব মনিপুরের একটি ভবনের দ্বিতীয় তলায় চুরি হয়। ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট চার লাখ টাকার মালামাল নিয়ে যায়। এরপর পার্শ্ববর্তী একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইমনসহ দুজনকে শনাক্ত করা হয়। পরে মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে গ্রেফতার করা হয় তাকে।

ওসি আরও বলেন, তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সোনার ও একটি ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা সোনা বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন