English

31 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

আপনার ফেসবুক তথ্য ফাঁস হয়েছে কি না, জেনে নিন

- Advertisements -

ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে। সর্বশেষ বিশ্বের অন্তত ১০৬টি দেশের প্রায় ৫৩ কোটি ৩০ লাখেরও বেশি গ্রাহকের ফেসবুক তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ব্যবহারকারীর সংখ্যা ৩৮ লাখেরও বেশি।

নিজের তথ্য ফাঁস হয়েছে কি না, এ নিয়ে উদ্বেগে আছেন ফেসবুক ব্যবহারকারীরা। ফলে ফাঁস হওয়া অ্যাকাউন্টগুলোর তালিকায় নাম আছে কি না, সেটি নিশ্চিত হতে চাচ্ছেন তারা। তথ্য ফাঁস বিষয়ে যারা নিশ্চিত হতে চান তাদের সহযোগিতা করতে এগিয়ে এসেছে ‘হ্যাভআইবিনপনড’ নামের একটি ওয়েবসাইট।

Advertisements

ইউরোপের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টিএনডাব্লিউ এক প্রতিবেদনে জানায়, ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁসের ঘটনায় যেসব ই-মেইল আইডি উন্মুক্ত হয়েছে সেগুলোকে একসঙ্গে নিজেদের সাইটে আপলোড করেছে হ্যাভআইবিনপনড ডটকম। পাশাপাশি অন্যান্য সময় তথ্য ফাঁসের ঘটনায় উন্মুক্ত হওয়া ই-মেইল আইডিও এই তালিকায় স্থান পেয়েছে। ফাঁস হওয়া ই-মেইল আইডির তালিকায় আপনার মেইল আছে কিনা তা নিশ্চিত হতে ধাপগুলো অনুসরণ করুন-

১। প্রথমেই হ্যাভআইবিনপনড ডটকম সাইটে প্রবেশ করুন।

Advertisements

২। এবার নির্ধারিত ঘরে আপনার ই-মেইল আইডি টাইপ করে পাশের অপশনে ক্লিক করতে হবে।

৩। যদি আপনার ই-মেইল ফাঁস হয়ে থাকে তাহলে আপনি একটি সতর্ক বার্তা পাবেন। আপনার ই-মেইল ফাঁস হয়ে থাকলে সতর্কবার্তা পাওয়ার পর পরই পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। একইসঙ্গে চালু করতে হবে টু-ফ্যাক্টর অথেনটিকেশন। এখান থেকে সতর্ক বার্তা পাওয়া মানে শুধু এবার নয়, অন্য যেকোনও ঘটনায় আপনার ই-মেইলটি ফাঁস হয়ে থাকতে পারে।

হ্যাভআইবিনপনড ডটকম ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ই-মেইলের পাশাপাশি ফাঁস হওয়া ফোন নম্বরগুলোকেও একসঙ্গে আপলোডের বিষয়টি বিবেচনায় রেখেছে। ফোন নম্বরগুলো আপলোড করা হলে আপনি বুঝতে পারবেন ফাঁস হওয়া তথ্যের তালিকায় আপনার ফোন নম্বরটি আছে কি না।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন