English

33 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
- Advertisement -

আমিরাতে এবার ‘সাড়ে চার দিনে’ সপ্তাহ!

- Advertisements -

সপ্তাহে পাঁচ দিন নয়, সাড়ে চার দিন কাজ করলেই হবে। সরকারি কর্মচারীদের জন্য নতুন এই নিয়ম প্রণয়ন তরতে চলেছে সংযুক্ত আরব আমিরাত। গোটা বিশ্বে যেখানে সরকারি কর্মচারীরা সপ্তাহে পাঁচ দিন কাজ করে, সেখানে এবার উল্টো পথে হাঁটল আমিরাত। কর্মীদের স্বার্থে কাজের সময় কমানোর সিদ্ধান্ত নিল ইউএই সরকার। বিশ্বে এমন সিদ্ধান্ত এটাই প্রথম।

Advertisements

আজ মঙ্গলবার এ বিষয়ে সরকারি সংবাদপত্রে একটি বিবৃতি প্রকাশ করে আমিরাত সরকার জানায়, ২০২২-এর ১ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। সোম থেকে বৃহস্পতিবার ৮ ঘণ্টা কাজ করতে হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করলেই হবে।

Advertisements

অর্থাৎ, শুক্রবার দুপুরের পর থেকে রবিবার পর্যন্ত টানা আড়াই দিন ছুটি পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের সরকারি কর্মীরা।

সরকারি সূত্র জানায়, কর্মীদের কাজের মানোন্নয়ন ঘটাতে, তাঁদের কর্মজীবনের পাশাপাশি সামাজিক জীবনও যাতে একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে অতিবাহিত হতে পারে সে জন্যই এ উদ্যোগ। কর্মীরা যাতে তাঁদের কর্ম ও সামাজিক জীবন- দুটোই ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই চিন্তাধারা থেকে এ সিদ্ধান্ত বলে সূত্রটি নিশ্চিত করে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন