English

30 C
Dhaka
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
- Advertisement -

আর্জেন্টিনার আগামী বিশ্বকাপ মিশন শুরু

- Advertisements -

নাসিম রুমি: কাতারে বিশ্বকাপ জেতার ৯ মাসও পার হয়নি। এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে শুক্রবার ভোর ৬টায় লাতিন অঞ্চলের বাছাইয়ে প্রথম ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসিরা। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর।

এই সপ্তাহে বাছাইয়ের আরেকটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। ১২ সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ বলিভিয়া। এই দুটি ম্যাচের জন্য এক সপ্তাহ ধরে অনুশীলন করছে বিশ্বচ্যাম্পিয়নরা। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি।

Advertisements

ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। নিয়মিত গোল করার পাশাপাশি ক্লাবটিকে জিতিয়েছেন শিরোপা।

মায়ামির জার্সিতে ১১ ম্যাচে করেছেন ১১ গোল। নীল-সাদা জার্সিতেও মেসি-ম্যাজিক দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার আরো দীর্ঘায়িত হবে কি না, সেই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে কাতারে বিশ্বজয়ের পর থেকেই। আর্জেন্টাইন কিংবদন্তিও একাধিকবার গণমাধ্যমে বলেছেন, ‘এমনকি আমিও জানি না, এটা কখন হবে।

Advertisements

সব কিছু জেতার পর অবসরের আগ পর্যন্ত উপভোগ করতে চাই।’ আসছে বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে মেসিকে দেখা যাবে বিশ্বাস আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাদিও তাপিয়ার, ‘সে সব সময় সারপ্রাইজ দিতে পছন্দ করে।

বেশি বেশি জিততে চায়। আমি মনে করি, এখন যে অবস্থা তার তাতে ২০২৬ বিশ্বকাপেও সে খেলতে যাচ্ছে।’

সর্বশেষ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে খেলা ১০ জনকেই দেখা যেতে পারে ইকুয়েডরের বিপক্ষেও। শুধু জুলিয়ান আলভারেজের জায়গায় লাউতারো মার্টিনেজকে খেলাতে পারেন স্কালোনি। জিতেই বাছাই শুরু করার প্রত্যয় আর্জেন্টিনা কোচের, ‘প্রথম ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু করতে চাই।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন