English

24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

ঈদের আগাম শতভাগ টিকিট অনলাইনে বিক্রি শুরু ৭ই এপ্রিল: রেলমন্ত্রী

- Advertisements -

এবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ই এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তবে কাউন্টার নয়, এবার ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। আজ (বুধবার) দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

কাউন্টারে যাত্রীদের ভোগান্তি ও হয়রানি দূর করতেই ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। রেলমন্ত্রী বলেন, ১৭ই এপ্রিলের টিকিট বিক্রি হবে ৭ই এপ্রিল, ১৮ই এপ্রিলের টিকিট ৮ই এপ্রিল, ১৯শে এপ্রিলের টিকিট ৯ই এপ্রিল, ২০শে এপ্রিলের টিকিট ১০ই এপ্রিল এবং ২১শে এপ্রিলের টিকিট ১১ই এপ্রিল বিক্রি হবে।

তিনি আরও বলেন, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।
এবার ঈদ উপলক্ষে ৯ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এছাড়া শিডিউল বিপর্যয় ঠেকাতে ১০টি বাড়তি ইঞ্জিন রেলবহরে যুক্ত করা হবে। গত ১লা মার্চ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতিতে টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন