English

28 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

‘কার্ডিয়াক ঝুঁকি কমিয়ে আনতে প্রতিরোধের ওপর বেশি জোর দিতে হবে’

- Advertisements -

কার্ডিয়াক চিকিৎসায় বাংলাদেশ সার্বিকভাবে অনেক এগিয়েছে। এই প্রেক্ষিতে দিন দিন চিকিৎসার চাহিদাও বাড়ছে। তবে এখন সবচেয়ে বেশি জোর দিতে হবে প্রতিরোধের ওপর এবং একই সাথে খরচ কমিয়ে আনার বিষয়টিও বিবেচনায় আনতে হবে। এলক্ষ্যে সকল চিকিৎসককে আন্তরিকভাবে কাজ করতে হবে।

৭ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট-এর উদ্যোগে আয়োজিত ইব্রাহিম কার্ডিয়াক ইন্টারভেনশনাল কার্ডিওলজি কনফারেন্সে (আইসিটুআইসি)-এ ৭৫ হাজার ক্যাথল্যাব উদযাপন পর্বে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা আরও বলেন, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এ পর্যন্ত ৭৫ হাজার ক্যাথল্যাব প্রসিডিউরস করেছে যা এদেশের চিকিৎসায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। দ্রুতই এই হাসপাতাল এক লক্ষ ক্যাথল্যাব প্রসিডিউরস সম্পন্ন করবে।

এই পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মালিক। ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এ পর্যন্ত ৭৫ হাজার ক্যাথল্যাব প্রসিডিউরস সমপন্ন করায় কেক কেটে এই সফলতা উদযাপন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের নাভাদা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল প্রফেসর অব মেডিসিন অধ্যাপক ডা. চৌধুরী এইচ আহসান। অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান সম্মাননা হিসেবে ডা. চৌধুরী এইচ আহসান খানের হাতে ক্রেস্ট তুলে দেন।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি, জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একেএম মুহিবুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন-এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক এবং বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন এর মহাসচিব অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের বোর্ড অব এডভাইজার্স এর চেয়ারম্যান অধ্যাপক মাহমুদুর রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. এম এ রশীদ। কনফারেন্সের চেয়ারপার্সন হিসেবে বক্তব্য প্রদান করেন ইব্রাহিম কার্ডিয়াক এন্ড রিসার্চ ইনস্টিটিউট-এর কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সিনিয়র কনসালটেন্ট এম মাকসুমুল হক। সকালে এবারের কনফারেন্সের আহবায়ক প্রফেসর ডা. মোহাম্মদ লিয়াকত আলীর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে দিনব্যাপী আইসিটুআইসি-২০২২ কনফারেন্সের কার্যক্রম শুরু হয়। ইব্রাহিম কার্ডিয়াক ইন্টারভেনশনাল কার্ডিওলজি কনফারেন্সে-এর ইভেন্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল দেশের অন্যতম স্বরনমধন্য ওষূধ কোম্পানী ইননসেপ্টা ফার্মাসিউটিক্যা্লস লিমিটেড।

এর আগে দিনব্যাপী কনফারেন্সে দেশের বিভিন্ন হাসপালের প্রায় চারশত হৃদরোগ চিকিৎসক অংশগ্রহণ করেন। কনফারেন্সে দেশ এবং বিদেশের বিভিন্ন খ্যাতনামা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞসহ অন্যান্য চিকিৎসকগণ বৈজ্ঞানিক প্রবন্ধ ও কেস স্ট্যাডি উপস্থাপন করেন। ইব্রাহিম কার্ডিয়াকের দুটি লাইভ ইন্টারভেনশন কেসও দেখানো হয়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন