English

26 C
Dhaka
বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
- Advertisement -

চলচ্চিত্রে অভিনয় করলেন কণ্ঠশিল্পী-সংবাদ পাঠিকা লোপা হোসেইন

- Advertisements -

চলচ্চিত্রে অভিনয় করলেন কণ্ঠশিল্পী ও সংবাদ পাঠিকা লোপা হোসেইন। ‘বসন্ত বিকেল’ নামের এই ছবিটি নির্মাণ করছেন রফিক সিকদার।
সম্প্রতি এর শুটিংয়ে অংশ নেন লোপা। জানান, এতে তিনি অভিনয় করেছেন স্বনামেই, অনুষ্ঠান সঞ্চালকের চরিত্রে। লোপা বলেন, ‘অভিনয় আগেও করেছি। একটি ধারাবাহিক, আরেকটি স্বল্পদৈর্ঘ্য। সিনেমায় প্রথম অভিজ্ঞতা হলো এবার। তবে কাজ করতে গিয়ে বেগ পেতে হয়নি। শুটিংয়ের সময় ইউনিটের হাততালি ভালোই পেয়েছি।’
লোপা এর আগে একই নির্মাতার একটি ছবিতে প্লেব্যাক, আরেকটি ছবিতে নায়িকা চরিত্রের পুরো ডাবিং করেছেন। সেই সম্পর্কের দাবি থেকেই এবার অতিথি চরিত্রে সিনেমার পর্দায় হাজির হচ্ছেন।
লোপা বলেন, ‘আগে সিনেমার অনেক প্রস্তাব পেয়েছি। তবে পরিবারের ছাড়পত্র পাইনি বলে করা হয়নি। এ বেলায় এসে অতিথি চরিত্রে সিনেমার অভিজ্ঞতাটা নিলাম।’
‘বসন্ত বিকেল’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন শিপন মিত্র ও হুমায়রা সুবাহ। লোপা হোসেইন ছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা অমিতাভ রেজা।
নির্মাণের পাশাপাশি ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন রফিক সিকদার নিজেই। চলতি বছর শুরুর দিকে শুটিং শুরু হলেও করোনার কারণে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর গত ৯ ডিসেম্বর থেকে শুরু হয় ছবির দৃশ্যধারণের কাজ।
পরিচালক জানান, অমিতাভ রেজা ও লোপা হোসেইনের অংশ এরমধ্যে শেষ করেছেন। গানের দৃশ্যধারণের কাজ বিকি আছে। শিগগিরই সেটাও শেষ হবে।
ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সুচরিতা, শিবা সানু, তানভীর তনুসহ অনেকে।
লোপা হোসেইন এর আগে আনিসুল হকের ‘দৈনিক তোলপাড়’ ধারাবাহিক এবং নিজের নির্মাণে ‘মেকআপ’ নামের স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করেছেন।
২০০৭ সালে লোপা হোসেইনের প্রথম অ্যালবাম ‘আড়ি’ বের হয় ইমপ্রেস অডিও ভিশন থেকে। দ্বিতীয় অ্যালবাম ‘আশার ভেলা’ মুক্তি পায় লেজার ভিশন থেকে ২০১৩ সালে। এরপর প্রকাশ হয় অ্যালবাম ‘আত্মাসঙ্গী’।
গান ছাড়া বর্তমানে লোপা হোসেইন তার নিজস্ব প্রতিষ্ঠান স্পটলাইট একাডেমি নিয়ে ব্যস্ত আছেন। যেখানে সংবাদ উপস্থাপনাসহ মিডিয়ার বিভিন্ন বিষয়ে কোর্স করানো হয়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন