English

28 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

জিম্মি ইসরায়েলি নারীদের পরিবর্তে বন্দি ফিলিস্তিনিদের চায় হামাস

- Advertisements -

জিম্মি ইসরায়েলি নারীদের ছেড়ে দেওয়ার বিপরীতে ইসরায়েলের কারাগারে বন্দি সব ফিলিস্তিনি নারীর মুক্তি দাবি করেছে হামাস। এ বিষয়ে মধ্যস্থতার দায়িত্ব নিয়েছে কাতার। হামাস সূত্রের বরাতে রোববার (৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছে চীনা সংবাদমাধ্যম শিনহুয়া।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই হামাস সদস্য বলেছেন, তাদের হাতে জিম্মি ইসরায়েলি নারীদের সঙ্গে ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনি নারীদের বিনিময়ের বিষয়ে সমঝোতার চেষ্টা করছে কাতার। এতে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে।

হামাস কাতারকে জানিয়েছে, ইসরায়েলের কারাগারে বন্দি ৩৬ জন ফিলিস্তিনি নারীকে যদি মুক্তি দেওয়া হয়, তাহলেই বন্দি বিনিময়ে রাজি হবে তারা।

এর আগে, গত শনিবার আচমকা ইসরায়েল আক্রমণ করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সেদিন ভোরে গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট ছোড়ে তারা। একই সময় সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভেতরে ঢুকে পড়ে শত শত সশস্ত্র যোদ্ধা।

হামাসের এই হামলায় এ পর্যন্ত প্রায় ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজারের বেশি।

এসময় ইসরায়েলের বেশ কিছু সেনা কর্মকর্তা ও বেসামরিক নাগরিককে অপহরণ করে গাজা উপত্যকায় নিয়ে গেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে কতজনকে জিম্মি করা হয়েছে, সেটি বলেনি তারা।

কিন্তু, হামাস অন্তত ১০০ জন ইসরায়েলি নাগরিককে অপহরণ করেছে বলে দাবি করেছে ইসরায়েলের মার্কিন দূতাবাস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে তারা জানিয়েছে, হামাস ১০০ ইসরায়েলিকে অপহরণ করেছে, যাদের মধ্যে সামরিক-বেসামরিক উভয় ধরনের নাগরিকই রয়েছেন।

হামাসের পাশাপাশি ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের পক্ষ থেকেও ৩০ ইসরায়েলিকে অপহরণের কথা জানানো হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন