English

33 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

টিআইবি কি বিএনপির শাখা সংগঠন: কাদের

- Advertisements -
নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি ও টিআইবি একই সুরে কথা বলছে। টিআইবি কি বিএনপির শাখা সংগঠন?’

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে কাদের এসব কথা বলেন। এ সময় তিনি গত ৩০ নভেম্বর টিআইবির সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের বক্তব্য উদ্ধৃত করেন।

ওই সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেছিলেন, ‘তফসিল ঘোষণার আগে ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। এ পর্যবেক্ষণে আমাদের ধারণা হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ বলতে যা বোঝায়, তা আমরা এবারও দেখতে পাচ্ছি না।’ 

ইফতেখারুজ্জামানের বক্তব্য পড়ে শুনিয়ে কাদের বলেন, ‘আমরা টিআইবির বাংলাদেশ শাখাকে জিজ্ঞেস করতে চাই, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কি বোঝানো হয়। ২৮টি নিবন্ধিত দল অংশ নিচ্ছে।

বিএনপিসহ কয়েকটি দল নির্বাচন থেকে দূরে আছে। এখন বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এর অর্থটা কি। টিআইবি কি বিএনপির শাখা সংগঠন? একই সুরে কথা বলছে।’ 

ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরো বলেন, একদিকে বিএনপি ও দোসরদের সন্ত্রাস, সহিংসতা অন্যদিকে গুজব ভয়ংকরভাবে বিস্তার লাভ করছে।

একেকটা বিষয় নিয়ে হঠাৎ করে গুজব ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। দেশে যারা মুক্তিবুদ্ধির চর্চা করেন বলে দাবি করেন; যেমন টিআইবি, তাদের কাছে ২৮টি দল নির্বাচনে অংশ নেওয়ার পরও এটিকে কেন অংশগ্রহণমূলক বলা যাবে না সে উত্তর পাওয়া যাবে না। কারণ তারা জেনে শুনে এটা করছে এবং বিএনপির ভাবাদর্শ, মতাদর্শের প্রবক্তা হয়ে বা চোখ থাকিতে অন্ধ এমন ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন