English

36 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
- Advertisement -

তুমুল সমালোচনায় সুহানা-অগস্তা-খুশি

- Advertisements -

জোয়া আখতার নির্মিত ‌‘দ্য আর্চিস’ সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রেখেছেন নতুন স্টারকিড সুহানা-অগস্তা-খুশি। কিন্তু মুক্তির পর অভিনয়ের পাশাপাশি দুর্বল চিত্রনাট্যের জন্যও ব্যাপক সমালোচিত হচ্ছে সিনেমাটি।

দীর্ঘ জল্পনা-কল্পনার পর এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটেছে শাহরুখ খানের মেয়ে সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতি অগস্তা নন্দা ও শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরের। তবে রুপালি পর্দায় পা রাখলেও অভিনয় দিয়ে অধিকাংশ ভক্তদেরই মন জয় করতে পারেনি এই স্টারকিডরা।

সিনেমাটি নির্মাণ করেছেন নন্দিত পরিচালক জোয়া আখতার। চল্লিশের দশকের গোড়ার দিকে আমেরিকায় প্রকাশিত হতে শুরু করেছিল ‘আর্চি’ কমিকস। আর সেই কমিকসের প্রধান চরিত্ররা হলো—আর্চি, বেটি, ভেরোনিকা, জাগহেড প্রমুখ। মূলত সেই চরিত্রদেরই পর্দায় তুলে ধরেছেন এই নির্মাতা। তবে গল্পটি ভারতের ষাটের দশকের।

সিনেমায় আর্চি চরিত্রে অগস্তা নন্দা, বেটি চরিত্রে খুশি কাপুর ও ভেরোনিকা চরিত্রে অভিনয় করেছেন সুহানা খান। সিনেমা নির্মাণের শুরু থেকেই তারকা সন্তানদের নিয়ে মুভি তৈরির কারণে কড়া সমালোচনায় পড়েছিলেন জোয়া।

আর মুক্তির পর অভিনয়ের কারণেই সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে ‘দ্য আর্চিস’। কারণ, পর্দায় অভিনয়ে দক্ষতা দেখাতে তারকা সন্তানদের প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন বলাই চলে। এ কারণে নেটমাধ্যমে তাদের অভিনয় নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। এমনকি অনেকেই তাদের নিয়ে ট্রোলও করছেন। কেউ কেউ সিনেমাটিকে শুধুমাত্র ‘সময়ের অপচয়’ হিসেবে উল্লেখ করেছেন।

ভারতীয় গণমাধ্যমে এক সমালোচক লিখেছেন, অগস্তা নন্দাকে দেখে অভিষেক বচ্চন লাইট, খুশি কাপুরকে দেখে, জাহ্নবী কাপুর লাইট এবং বেদাং রায়নাকে দেখে রণবীর সিং লাইট বলে মনে হচ্ছে।

আরেক নেটিজেন বলেন, সিনেমায় সুহানা খানকে দেখে পুরোপুরি শাহরুখের ‘নারী ভার্সন’ মনে হয়েছে, আবার কখনও ‘কাভি খুশি কাভি গম’ সিনেমার ‘পু’ হওয়ার চেষ্টা করছেন।

রেডিটে সিনেমার দৃশ্য শেয়ার করে লিখেছেন, এ যেন অভিনয়শিল্পের মৃত্যু। আর এই পোস্টটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে। এমনকি ওই পোস্টটিতে লাইক দিয়ে পরে ‘ভুলবশত ক্লিক পড়েছে’ জানিয়ে ক্ষমা চান বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। বেশির ভাগ দর্শকই একঘেয়ে গল্প বলে কটাক্ষও করেছেন সিনেমাটিকে।

প্রসঙ্গত, জোয়া আখতার নির্মিত সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত আইএমডিবিতে সবচেয়ে কম রেটিং পেয়েছে সুহানা-অগস্তা-খুশি অভিনীত সিনেমা ‘দ্য আর্চিস’। মুক্তির ৬ দিনে সিনেমাটির রেটিং ৬ দশমিক ৭।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন