English

24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

দুর্ঘটনারোধে খুলনা জেলা ট্রাফিক-ডুমুরিয়া থানা পুলিশের অভিযান: সহযোগিতায় নিসচা ডুমুরিয়া শাখা

- Advertisements -

দুর্ঘটনা রোধে খুলনা জেলা ট্রাফিক এবং ডুমুরিয়া থানা পুলিশের অভিযান। সহযোগিতায় নিসচা’ ডুমুরিয়া উপজেলা শাখা।

১-৬-২২ ইং তারিখ শুক্রবার সকাল ১১ টায় ডুমুরিয়া -শরাফপুর ফিডার রোডে ওয়াবদার মাথা মোড়ে খুলনা জেলা ট্রাফিক এবং ডুমুরিয়া থানা পুলিশ যৌথভাবে সড়ক দুর্ঘটনা রোধে, সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।

প্রতিনিয়ত ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনায় আহত পঙ্গু এবং মৃত্যুর মতো ঘটনা ঘটছে। দুর্ঘটনার শিকার ব্যক্তি/পরিবারগুলোর অসহায় মানবতার জীবন-যাপন করছে।

ডুমুরিয়া- শরাফপুর ফিডার রোডে থ্রি হুইলার যানবাহন, মোটরবাইক, নসিমন-করিমন ইঞ্জিন চালিত ভ্যান সড়ক আইন না মেনে যত্রতত্রভাবে চলাচল করছে , অপরদিকে উঠতি বয়সী যুবকেরা রেজিস্ট্রেশন , ড্রাইভিং লাইসেন্স বিহীন, হেলমেট ছাড়া মোটর বাইক নিয়ে দ্রুতগতিতে হেলে দুলে রাস্তায় চলার কারণে ঘটছে প্রতিনিয়ত মারাত্মক সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনা রোধে আজ খুলনা জেলা ট্রাফিক পুলিশ এবং ডুমুরিয়া থানা পুলিশ যৌথভাবে ডুমুরিয়া শরাফপুর রোডে সড়ক আইন লংঘন করে চলাচল, রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স,হেলমেট, ফিটনেসবিহীন গাড়ি এবং চালকের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় আটক রাখেন।

অভিযান পরিচালনার দায়িত্বরত খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট লিমন কুন্ডু এবং ডুমুরিয়া থানার সাব-ইন্সপেক্টর তনময় মহন্ত চালকদের উদ্দেশ্যে বলেন আমরা সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রতিনিয়ত কাজ করছি,সকলে গতিসিমা মেনে ,গাড়ির বৈধ কাগজপত্র সঙ্গে নিয়ে রাস্তায় চলাচল করবেন। সড়ক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।পথচারীদের উদ্দেশ্যে বলেন সকলে সতর্ক এবং সচেতন হয়ে পথ চলবেন।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট লিমন কুন্ডু, আব্দুল মান্নান, সঙ্গীয় ফোর্স,ডুমুরিয়া থানা পুলিশের সাব-ইন্সপেক্টর তনময় মহন্ত- সঙ্গীয় ফোর্স। সহযোগিতায় ছিলেন নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন