English

34 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

পেলেকে ছাড়িয়ে গেলেন নেইমার

- Advertisements -

নাসিম রুমি: কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কেঁদেকেটে বিদায় নেয়ার পর জাতী দলের হয়ে আর মাঠে নামা হয়নি নেইমার জুনিয়রের। ইনজুরির কারণে গত ছয় মাসের বেশিরভাগ সময়ই মাঠের বাইরেই আছেন ব্রাজিলিয়ান এই তারকা। শনিবার (৯ সেপ্টেম্বর) বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরেছেন নেইমার।

প্রায় ৯ মাস পর জাতীয় দলের জার্সিতে আবার মাঠে নেমেছেন নেইমার। মাঝে ইনজুরি আর দলবদলের ঝড়ঝাপ্টা গিয়েছে প্রচুর। তবে মাঠে ফিরেই আবার আগের রূপে নেইমার। বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দলে ফিরেই গোল করেছেন ব্রাজিলিয়ান এই তারকা।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ৬১ মিনিটে জালে বল জড়িয়েছেন নেইমার। বাম প্রান্ত থেকে রাফিনহার বাড়ানো বলে শট নিতে ব্যর্থ হন রদ্রিগো, বল গিয়ে পোঁছায় নেইমারের কাছে। বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি ব্রাজিলিয়ান তারকা। তারকা ফুটবলারের এই গোলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪-০ গোলে এগিয়ে আছে ব্রাজিল।

এই গোলে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন নেইমার। ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। বলিভিয়ার বিপক্ষে ম্যাচের চতুর্থ গোল করে কিংদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন নেইমার। ভেঙ্গেছেন ৫২ বছর আগে গড়া পেলের রেকর্ড।

ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করেছিলেন পেলে। প্রয়াত কিংদন্তির রেকর্ড ভাঙতে নেইমারের লাগলো ১২৫ ম্যাচ। তালিকার তিন নম্বরে থাকা রোনালদো নাজারিও ৬২ ম্যাচে করেছেন ৯৮ গোল।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন