English

29 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

ফেসবুক হ্যাক্যার গ্রুপের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ

- Advertisements -

মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছি গ্রাম থেকে ফেসবুক হ্যাক্যার গ্রুপের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। ফেসবুক হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দিনগত রাতে শ্রীপুর উপজেলা চরচৌগাছি এলাকায় অভিযান চালিয়ে হ্যাকিং চক্রের সদস্যদের আটক করে পুলিশ।
তাদের কাছ থেকে ৯টি ডেস্কটপ, ১০টি মোবাইল, ৭টি হার্ডডিস্ক ও ১টি মডেম জব্দ করা হয়।
আটকরা হলেন- মোহিদুল ইসলাম (২০), সবুজ শেখ, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম (২৫), রানা বিশ্বাস(১৮), হৃদয় বিশ্বাস, জয় মাহমুদ (২২), শান্ত মোল্লা, মো. সজীব (১৮) এবং মো. আলমগীর (১৮)।
একটি সংঘবদ্ধ হ্যাকিং চক্র শ্রীপুরের চরচৌগাছি এলাকায় দীর্ঘদিন একটি রুমের মধ্যে থেকে ফেসবুক হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে- এমন অভিযোগে দলটির বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গ্রুপের দলনেতা মহিদুল এবং রাজবাড়ি জেলা থেকে আগত ২ সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ (বিপিএম) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন