English

30 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

বিএনপি নেতারা আবোলতাবোল বকছেন: ওবায়দুল কাদের

- Advertisements -

কথা বলার ক্ষেত্রে বিএনপি নেতারা নিজেদের ওপর নিয়ন্ত্রন হারিয়ে ‘আবোলতাবোল বকছেন’ বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৬ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে বিজয় দিবস ও স্বাধীনতার সুর্বণ জয়ন্তীর কর্মসূচি সফল করার লক্ষ্য এক যৌথসভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নামক দলটি রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে। তারা বিভিন্ন অপকৌশলে আওয়ামী লীগ ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। খালদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা মনগড়া বক্তব্য দিচ্ছে।’

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আজকে আওয়ামী লীগ নয়, তারাই দুঃস্বপ্ন দেখছে।  তারা ঘোলা পানতি মাছ শিকারের দিবাস্বপ্ন দেখছে।  বিএনপি নেতারা বক্তব‌্য দেওয়ার ক্ষেত্রে নিজেদের সীমা লঙ্ঘন করছেন। কখন যে কি বলছেন তার ওপর তাদের নিয়ন্ত্রন নেই।  দলটির মহাসচিব ফখরুর সাহেবও ইদানিং আবোলতাবোল বক্তব‌্য রাখছেন।’

বিএনপি নেতাদের উদ্দেশ‌্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের দল, এদলের শেকড় এদেশের মাটির অনেক গভীরে।  আওয়ামী লীগের ক্ষমতার উৎস বন্দুকের নল নয়, দেশের জনগণ। যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামী লীগ বেঁচে থাকবে। ’

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জীবনে একবারই আসে তাই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ।

দিবসটি উদযাপনে ব‌্যাপক কর্মসূচির কথা জানিয়ে তিনি বলেন, ‘বর্ণাঢ্য আয়োজনে এই উৎসব আমরা পালন করতে চাই। মনে রাখতে হবে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ স্মৃতি আবেগের স্মৃতি, মুক্তিযুদ্ধের চেতনার স্মৃতি, স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছরের স্মৃতি উদযাপন করবো।’

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ১৬ই ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৪টায় সারা দেশের মানুষকে শপথ পড়াবেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘সকালে শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করা হবে।’

তিনি আরো জানান, ‘মুজিববর্ষ বাস্তবায়ন কমিটির উদ্যোগে ১৭ তারিখে জাতীয় সংসদ প্রাঙ্গণে বিশাল অনুষ্ঠান করা হবে। সেই অনুষ্ঠানে বাস্তবায়ন কমিটির উদ‌্যোগে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অতিথি হিসেবে আসবেন, এছাড়া আসবে মুক্তিযুদ্ধে প্রথম যে দেশটি স্বীকৃতি দিয়েছে সেই ভুটানের রাজাও।’

সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৮ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানের শিখাচিরন্তন থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। তবে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক,আবু সাঈদ আল মাহামুদ স্বপন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন