English

30 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

বৃষ্টিতে ভেসে গেলো বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে

- Advertisements -

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। তবে ম্যাচের অর্ধেকও শেষ হওয়ার আগে যে বৃষ্টি আসলো, শেষ পর্যন্ত সেটা আর থামলো না। যার পলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করতে বাধ্য হলেন ম্যাচ রেফারি।

বৃষ্টি আসার আগে শ্রীলঙ্কা ব্যাট করতেও নেমেছিলো। শুধু তাই নয়, ৩৬.৪ ওভারের খেলাও অনুষ্ঠিত হয়ে গিয়েছিলো। এর মধ্যে স্বাগতিক লঙ্কানদের বেশ চাপে রাখে বাংলাদেশের মেয়েরা। নাহিদা আক্তার, ফাহিমা খাতুনরা চেপে ধরেছিলো লঙ্কানদের।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার মেয়েরা। ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে স্বাগতিকরা। জাহানারা আলমের করা প্রথম ওভারের প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে যান হার্সিথা সামারাভিক্রমা। এরপর ১৭ বলে ১১ রান করে ফেরেন বিস্মি গুনারত্নে।

অধিনায়ক চামারি আতাপাত্তু সর্বোচ্চ ৪৭ রান করেন। ৩০ বলে ১০ রান করেন ইমেশা দুলানি। ২৪ রান করেন প্রসাদনি ভিরাকোডি। বৃষ্টি আসার সময় ৪৯ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন কাভিশা দিলহারি। ২৯ বলে ১৪ রান করেন ওসাদি রানাসিংহে।

৩৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে স্বাগতিক শ্রীলঙ্কা ১৫২ রান তোলার পরই বৃষ্টি নামে। ততক্ষণে ৭ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন নাহিদা আক্তার। ১টি করে উইকেট নেন জাহানারা আলম, সুলতানা খাতুন এবং ফাহিমা খাতুন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন