English

40 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

মৌলভীবাজারে পুলিশ সুপারের সাথে নিসচা বড়লেখা শাখা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখাঃ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এস.পি মোঃ মনজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, জাতীয় দৈনিক অনুপমা এবং চাঁদপুর জমিনের সম্পাদক-প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন।

এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার সার্বিক বিষয়াদি নিয়ে জেলা পুলিশ সুপারের সাথে মতবিনিময় করা হয়। সড়ক দুর্ঘটনারোধে জনস্বার্থে দেশের কল্যাণে এবং আরও বিভিন্ন সামাজিক-মানবিক কল্যাণে নিসচার কার্যক্রমের প্রতি পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) ভূয়সী প্রশংসা করেন। নিসচার প্রতি তাঁর আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া‘র কাছ থেকে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন। বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মোঃ মনজুর রহমান পিপিএম (বার) পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি (মিডিয়া) হিসেবে কর্মরত ছিলেন। তিনি এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি), এছাড়াও তিনি দীর্ঘদিন ডিএমপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে মোঃ মনজুর রহমান ভালো কাজের স্বীকৃতি স্বরূপ দুইবার ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) লাভ করেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন