English

28 C
Dhaka
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
- Advertisement -

সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত রাজশাহীর জনজীবন

- Advertisements -
Advertisements
Advertisements

আজ রবিবার (২৭ ডিসেম্বর) রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রার এই রেকর্ডে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুধু রাজশাহী নয়, সমগ্র উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অংশে নিম্ন আয়ের মানুষ ও গৃহহীনরা এই শীতে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। অনেকেই ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশুদের এই ঠাণ্ডায় নানা রোগের প্রকোপ বেড়ে গেছে।
রাজশাহীর আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহীর ওপর দিয়ে আজ থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এটি চলতি মৌসুমের এখন পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ১৯ ডিসেম্বর রেকর্ড করা হয়েছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এ অবস্থা আরও তিন থেকে চারদিন থাকতে পারে।
রাজশাহীসহ সমগ্র উত্তরাঞ্চলই প্রচণ্ড ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন।
এছাড়া রবিবার সকাল ৯টা থেকে আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন