English

23 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

স্মরণীয় সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ক্রিকেট দল

- Advertisements -

নাসিম রুমি: নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জিতে ইতিহাস গড়েছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। বিগত ১৫ বছরে যা কখনো হয়নি, তেমন কীর্তিই গড়েছে এই বাংলাদেশ। সাদা বলের ক্রিকেটে প্রথমবার কিউইদের তাদেরই মাটিতে হারিয়েছে বাংলাদেশ।

এমন স্মরণীয় সিরিজ শেষে সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান শান্ত-লিটনরা।

বিশ্বকাপে ভরাডুবির পর খানিকটা নতুন আঙ্গিকেই দল সাজাতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরের মাটিতে শক্তিশালী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে নতুনের এক বার্তাও দিয়ে রেখেছিল তারা। তবে বড় পরীক্ষা অপেক্ষা করছিল নিউজিল্যান্ডে অ্যাওয়ে সিরিজকে সামনে রেখে।

এর আগে সাদা বলের ক্রিকেটে কখনোই নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো হয়নি টাইগারদের। দলের বেশকিছু সিনিয়র ক্রিকেটার না থাকায়, সেই কাজটা ছিল আরও কঠিন। তবে, নাজমুল হোসেন শান্তর দল বাংলাদেশকে উপহার দিয়েছে মনে রাখার মত সিরিজ।

বছরের শেষ ওয়ানডে সিরিজ জেতা না হলেও, শেষ ওয়ানডেতে অন্তত জয় পেয়েছে। অন্যদিকে টি-টোয়েন্টিতে সিরিজের প্রথম ম্যাচেও এসেছে আশাবাদী হওয়ার মতো এক জয়। সিরিজে প্রথম দুই ওয়ানডেতে হারলেও লড়াই করেছে টাইগাররা। তৃতীয় ওয়ানডেতে রীতিমত পাত্তাই দেওয়া হয়নি। আবার টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৩৪ রানে গুটিয়ে ফেলার পর ৫ উইকেটের জয়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন