English

33 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

হঠাৎ অবসরের ঘোষণা পিকের

- Advertisements -

২০১৮ সালে জাতীয় দল থেকে অবসরে যান জেরার্ড পিকে। তবে খেলা চালিয়ে যাচ্ছিলেন বার্সেলোনার হয়ে। তবে হুট করে গতকাল (বৃহস্পতিবার) জানিয়ে বসলেন, তার প্রিয় ক্লাব বার্সেলোনা থেকেও যাচ্ছেন অবসরে। বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন এই কিংবদন্তি।

Advertisements

গত কয়েক মৌসুম ধরেই ভালো সময় যাচ্ছে না পিকের। বেশিরভাগ সময়ই তাকে বেঞ্চে পার করতে হয় সময়। তারপরও কোনো গুঞ্জন ছিলো না তার অবসরে যাওয়ার। বৃহস্পতিবার কোনো আগাম বার্তা ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন ২ মিনিট ১৭ সেকেন্ডের এক ভিডিও। আর সেখানেই জানান অবসরের কথা।

তিনি আরও বলেন, ‘সে বাচ্চাটার কথা কদিন ধরেই ভাবছি। ছোট্ট জেরার্ডকে যদি বলা হতো, তার সব স্বপ্নই পূর্ণ হয়েছে, তাহলে সে কী ভাবত! সে বার্সেলোনার প্রথম একাদশে খেলবে, সম্ভাব্য সব শিরোপা জিতবে। একদিন ইউরোপিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়ন হবে, বিশ্বের সেরাদের সঙ্গে খেলবে। দলের অধিনায়কদের একজন হবে, আজীবনের জন্য বন্ধুত্ব হবে অনেকের সঙ্গে!’

Advertisements

‘২৫ বছর হয়ে গেল আমার বার্সেলোনায় যোগ দেওয়ার। আমি চলে গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে। আপনারা, সমর্থকেরা, আমাকে সবকিছু দিয়েছেন। এখন যেহেতু সেই বাচ্চাটার সব স্বপ্ন সত্যি হয়েছে, আমি এখন আপনাদের বলতে চাই, এ যাত্রা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমি সব সময়ই বলেছি, বার্সেলোনার পর কোনো দল থাকবে না, তেমনই হবে। এ শনিবার ক্যাম্প ন্যুতে আমার শেষ।’

পিকে বলেন, ‘আমি আবার বার্সেলোনার সমর্থক হয়ে যাব। আগের মত ক্লাবটিকে সমর্থন দেব। বার্সেলোনার প্রতি ভালোবাসা আমার সন্তানদের মধ্য দিয়ে যাব। যেমন আমার মা-বাবা করেছিলেন। আপনারা আমাকে জানেন। আজ অথবা কাল আমি ফিরে আসব। আপনাদের সঙ্গে ক্যাম্প ন্যুতে দেখা হবে। বার্সা দীর্ঘজীবী হোক। সব সময়।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন