English

28 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

ফের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন শোয়াটেক

- Advertisements -

রোলাঁ গাঁরোর রানী ইগা শোয়াটেক। শনিবার (৪ জুন) কোকো গফকে কার্যত উড়িয়ে দিলেন বিশ্বের একনম্বর টেনিস তারকা। মাত্র এক ঘণ্টায় প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেন শোয়াটেক। ৬-১, ৬-৩ সেটে গফকে হারিয়ে দ্বিতীয় বারের জন্য ফরাসি ওপেন জিতলেন পোল্যান্ডের টেনিস তারকা।

এর আগে ২০২০ সালে প্রথমবার ফরাসি ওপেন জিতেছিলেন। ফাইনালে নামার আগে এবছর রোলাঁ গাঁরোয় একটাও সেট হারেননি গফ। কিন্তু এদিন দাঁড়াতেই পারেনি। বিশ্বের একনম্বরের সামনে খড়কুটোর মতো উড়ে যান তিনি। শুরুতেই গফের সার্ভিস ভেঙে দেন পোলিশ তারকা। এরপর আর ম্যাচে ফিরতে পারেননি। প্রথম সেটে মাত্র একটি গেম জেতেন গফ। একাধিক উইনারের সাহায্যে প্রথম সেট পকেটে পুরে নেন শোয়াটেক।

দ্বিতীয় সেটের শুরুতেই প্রত্যাবর্তন করেন কোকো। ভেঙে দেন প্রতিপক্ষের সার্ভ। পরপর দুইটি গেম জিতে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তৃতীয় গেম থেকেই আবার ম্যাচে ফিরে আসেন পোলিশ তারকা। পরপর পাঁচটি গেম জিতে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হন শোয়াটেক। ফরাসি ওপেনে নারীদের ফাইনাল দেখতে এসেছিলেন তারকা ফুটবলার রবার্ট লেওয়ানডস্কি। স্বদেশী টেনিস তারকার জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন পোল্যান্ডের এই তারকা।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন