English

27.3 C
Dhaka
বুধবার, জুলাই ২, ২০২৫
- Advertisement -

বৈশাখী টেলিভিশনে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আয়োজন

- Advertisements -

মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা জনপ্রিয় টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আয়োজন করেছে গান, সিনেমা, নাটকসহ নানা অনুষ্ঠান।

এরমধ্যে গানের অনুষ্ঠান দেশের গান জন্মভূমি, বৈশাখীর সকালের গান, মিউজিক এ্যালবাম, শুধু সিনেমার গান, সিনেমা সিপাহী, হাঙ্গর নদী গ্রেনেড ও আলোর মিছিল অন্যতম। এছাড়া নিয়মিত অনুষ্ঠান তো রয়েছেই।

১৬ ডিসেম্বর সকাল ৭.৪৫ মিনিটে মামুন আব্দুল্লাহর প্রযোজনায় প্রচার হবে দেশের গান ‘জন্মভূমি’। সকাল ৮.২০ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’ অনুষ্ঠানে গান গাইবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী । সকাল ৯টা ১০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে পুরনো দিনের সিনেমার গান নিয়ে অনুষ্ঠান মিউজিক এ্যালবাম। এতে প্রচার হবে মুক্তিযুদ্ধের চেতনার যত গান।

বিজয় দিবসে বৈশাখী টিভির ফোক লাইভে অংশ নেবেন শিল্পী ইলমা বকতেয়ার ও ডলি মণ্ডল।আইনুন পুতুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। প্যানেল প্রযোজক মামুন আব্দুলহ ও রবিউল হাসান প্রধান।

থাকছে বিজয় দিবসের বিশেষ নাটক ‘বীরাঙ্গনা’ প্রচার হবে রাত ৮.৩০ মিনিটে। টিপু আলম মিলনের গল্পে আনন জামানের চিত্রনাট্যে, শুদ্ধমান চৈতনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ প্রামানিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ।

বিজয় দিবসে বৈশাখী টিভিতে প্রচার হবে দেশ চেতনার ওপর নির্মিত তিনটি সিনেমা। সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে ইলিয়াস কাঞ্চন, মান্না, চম্পা, আনোয়ার হোসেন অভিনীত ‘সিপাহী’। ছবিটি পরিচালনা করেছেন কাজী হায়াৎ পরিচালিত।

দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে সোহেল রানা, সুচরিতা, রাজীব, সাজ্জাদ হোসেন দোদুল প্রমুখ অভিনীত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘হাঙ্গর নদী গ্রেনেড’ এবং রাত ১২.০০টায় প্রচার হবে আলোর মিছিল। নারায়ন ঘোষ মিতার পরিচালনায় এতে অভিনয় করেছেন-আনোয়ার হোসেন, ববিতা, রাজ্জাক, সুজাতা, রোজি সামাদ প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vdex
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন