English

29.6 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫
- Advertisement -

শারদীয় দুর্গা পুজায় বৈশাখী টিভির আয়োজন

- Advertisements -

শারদীয় দুর্গা পুজা উপলক্ষে আগামী ২৬ অক্টোবর দশমীর দিন বিশেষ আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। এ আয়োজনে থাকছে গান, নাটক, সিনেমাসহ নানা অনুষ্ঠান। সকাল ৮টা ২০ মিনিটে বৈশাখীর সকালের গানে অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অলোক সেন।
লিটু সোলায়মানের প্রযোজনায় তিনি গাইবেন দুর্গোৎসব সংশ্লিষ্ট জনপ্রিয় সব গান। রবিউল হাসান সুজনের প্রযোজনায় রাত ৮টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গোল্ডেন সং’। তাসনুভা মোহনার উপস্থাপনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাদশা বুলবুল। দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে চলচ্চিত্রের জনপ্রিয় সব গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। চলচ্চিত্র নায়িকা তানহা তাসমিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্ আলম।
ইরানী বিশ্বাসের রচনা ও পরিচালনায় রাত ১১টায় প্রচার হবে দুর্গা পুজার বিশেষ নাটক ‘বিসর্জন’। অভিনয় করেছেন, আরমান পারভেজ মুরাদ, নাজনীন চুমকি, অর্চি স্পর্শীয়া, তানভীর ও খালেদা আক্তার কল্পনা।
এছাড়াও রয়েছে তিনটি চলচ্চিত্র। সকাল ১০টা ২০ মিনিটে প্রচার হবে ‘চাপা ডাঙ্গার বউ’। নায়করাজ রাজ্জাকের পরিচালনায় এত অভিনয় করেছেন শাবানা, রাজ্জাক, অরুনা বিশ্বাস, বাপ্পারাজ, এটিএম শামসুজ্জামান প্রমুখ।
দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘খায়রুন সুন্দরী’। একে সোহেল পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী, এটিএম শামসুজ্জামান প্রমুখ।
রাত ১২টায় প্রচার হবে ‘রাজলক্ষী শ্রীকান্ত’। নায়করাজ রাজ্জাক পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, বুলবুল আহমেদ প্রমুখ।
দুর্গা পুজার আয়োজন নিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, সম্পীতির এই বাংলাদেশে ধর্ম, বর্ণ, গোত্র- সবাই একসঙ্গে মিলে মিশে আছি। বাংলা সংস্কৃতিতে মিশে আছে প্রতিটি উৎসব।
দুর্গা পুজাও তেমনি একটি- যা হিন্দু সম্প্রদায়ের এক মহোৎসব। করোনা মহামারির কারণে বৈশাখী টিভি পর্দায় বর্ণাঢ্য তেমন আয়োজন করতে পারিনি, তবে যতটুকু করেছি তা দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8yy4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন