বঙ্গোপসাগরের কক্সবাজারের সোনাদিয়া উপকূলে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ১২ জন মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ৯টা পর্যন্ত ভাসমান অবস্থায় কক্সবাজারের নাজিরারটেক ও লাবণী পয়েন্ট থেকে তাদেরকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।
জীবিত উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছেন, রবিবার সকালে এফবি মনোয়ারা নামের একটি ফিশিং নৌকা কক্সবাজার শহরের নাজিরারটেক পয়েন্ট হয়ে সাগরে মাছ ধরতে যায়। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সন্ধ্যায় সোনাদিয়া উপকূলে ফিশিং নৌকাটি হঠাৎ ডুবে যায়।
এসময় সাঁতার কেটে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় ১২ জন মাঝি-মাল্লা উদ্ধার হলেও তিনজন নিখোঁজ রয়েছেন। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, অন্য নিখোঁজ মাঝি-মাল্লাদের উদ্ধার তৎপরতা চলছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/gngu
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন