তবে ডিসেম্বররের শুরু থেকে ঢাকায় তাপমাত্রা কমতে শুরু করবে। আর এই মাসের মাঝামাঝি সময়ে শীত জেঁকে বসতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ শাহনাজ পারভিন।
তিনি বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে রাতে ঠাণ্ডা অনুভূত হবে এবং দিনের তাপমাত্রা কমতে শুরু করবে। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহ ঢাকায় শীতের প্রকৃত অনুভূতি শুরু হতে পারে।
আর জানুয়ারির মাঝামাঝি সময়ে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আজ রবিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে তাপমাত্রা কমতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝরি ধরনের কুয়াশা পড়তে পারে।
অন্যদিকে রবিবার পঞ্চগড়ের এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/gdyf