বরিশালে আগৈলঝাড়ায় শিক্ষকের গালমন্দ এবং পিটুনি খাওয়ায় অভিমান করে নুসরাত জাহান (৯) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ওই স্কুলের সহকারী শিক্ষক মো. সফিকুল ইসলামের বিরুদ্ধে শিশুর বাবা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
আগৈলঝাড়া থানার ওসি বলেন, ‘ছাত্রীর বাবা একটি হত্যা মামলা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে। পাশাপাশি অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
গতকাল বুধবার রাতে উপজেলার খাজুরিয়া গ্রামের মো. সুমন মিয়ার মেয়ে নুসরাত সবার অজান্তে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সে দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/5hda
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন