রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নিশাত তাসনিম তানহার মৃতদেহ বরিশালের সন্ধ্যা নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
বুধবার (৩০ আগস্ট) সকালে ভাসমান লাশ দেখে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের নদীর পাড় থেকে উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার বাবা কামরুল হাসান নাসিম মোল্লা ও ভাইয়ের সঙ্গে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তানহা। স্রোতে ভেসে যাওয়ার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গতকাল সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান পায়নি।
তানহা রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশগ্রহণ করে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিল।