English

28 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
- Advertisement -

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের প্রথম মুসলিম নারী বিচারক হিসেবে নির্বাচিত হলেন আজমেরী হক লিন্ডা

- Advertisements -

মনিরুল ইসলাম মনি: গত চার নভেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় নির্বাচনে ওহাইও অঙ্গরাজ্যে এক অনন্য ইতিহাস রচনা করলেন বাংলাদেশী আমেরিকান আজমেরী হক লিন্ডা , ওহাইর ফ্রাঙ্কলিন কাউনটির মিউনিসিপাল কোর্টের বিচারপতি হিসাবে নির্বাচিত হয়েছেন লিন্ডা | তিনিই প্রথম মুসলিম অভিবাসী নারী যিনি বিচারক হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস রচনা করেছেন |

আজমিরী হক লিন্ডা ডেমোক্রেট দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করেন, লিন্ডার বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচনটি জন্য অনেকটাই ছিল সহজ | ফ্রাঙ্কলিন কাউনটির বর্তমান বিচারক জেমস ক্রিস অবসরে যাবেন এই বছরের শেষে তারই স্থলাভিষিক্ত হবেন লিন্ডা |

২০২৬ এর জানুয়ারিতে লিন্ডা তার নতুন বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন| বাংলাদেশে জন্ম আজমেরী হক লিন্ডা একেবারে ছোটবেলায় বাবা মার সাথে যুক্তরাষ্ট্রে আসেন তারপর নিউইয়র্কে ছেলেবেলা কাটলেও কৈশোর কেটেছে কানেক্টিকাতে তারপর ওহাইওতে আইন বিষয়ে গ্রাজুয়েশনের পরে অ্যাটর্নি হিসেবে কাজ শুরু করেন ওহায়তে , আজমেরী হক লিন্ডার বিচারপতি হিসাবে নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ কমিউনিটিতে ব্যাপক উৎসাহ, ও আনন্দের জন্ম দিয়েছে, বাংলাদেশী কমিউনিটি লিন্ডার এই বিজয়কে যুক্তরাষ্ট্রের মূল ধারার রাজনীতির প্রথম ধাপ হিসাবে মনে করছেন ,বাংলাদেশ কমিউনিটি ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ পদে লিন্ডাকে দেখার আশাবাদ ব্যক্ত করেন |

কমিউনিটির অনেকেই লিন্ডাকে ব্যক্তিগতভাবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন বাংলাদেশ এসোসিয়েশন অফ সেন্ট্রাল ওহাইও এর সভাপতি ফয়সাল আরাফাত ও বাংলাদেশী আমেরিকান ফোরাম অফ ওহাইও সভাপতি মনিরুল ইসলাম মনি সংগঠনের পক্ষ থেকে লিন্ডাকে অভিনন্দন জানিয়েছেন | ব্যক্তিগত জীবনে এক সন্তানের জননী লিন্ডা, স্বামী শাহেদ হাসনাত পেশায় একজন চিকিৎসক ও একমাত্র মেয়ে সেহজা অষ্টম গ্রেডের ছাত্রী| লিন্ডার গর্বিত বাবা সিরাজুল হক এবং মা সীমা হক ওহাইওতে বসবাস করেন |

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8bg9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন