English

28.4 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

বগুড়ায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে: একদিনে সর্বোচ্চ ১১৯ জন শনাক্ত

- Advertisements -

বগুড়ায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৪১২টি নমুনার ফলাফলে নতুন করে ১১৯ জন করোনায় শনাক্ত হয়েছেন। গত এক মাসের মধ্যে এটি সর্বোচ্চ।

আক্রান্তের হার ২৮ দশমিক ৮৮ শতাংশ। এদিকে করোনায় আক্রান্ত হয়ে শাহীনুর আকন্দ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বগুড়া শহরের জয়পুরপাড়ার বাসিন্দা শাহীনুর শনিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন।

নতুন আক্রান্ত ১১৯ জনের মধ্যে সদরের ১১৪ জন, শেরপুরের ২ জন বাকি ৩ জন নন্দীগ্রাম, গাবতলী ও শাজাহানপুরের বাসিন্দা। আজ এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

এছাড়া ডা. তুহিন জানান, ১০ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ৪০৭টি নমুনায় ১১৭ জনের পজিটিভ এসেছে।

এছাড়া টিএমএসএসে ১২টি নমুনায় ২ জনের পজিটিভ এসেছে।  তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ৯০৬ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৯২৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৬৮ জনে ঠেকেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tyh6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন