English

35 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
- Advertisement -

ছাত্রদলের নবনির্বাচিত নেতারা জীবন বাজি রেখে ভোটাধিকার নিশ্চিত করবে: প্রত্যাশা মঈন খানের

- Advertisements -

ছাত্রদলের নতুন কমিটি জীবন বাজি রেখে দেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকার, নারী অধিকার, শিশু অধিকার এবং তাদের সমল অর্থনীতির অধিকার নিশ্চিত করবে বলে প্রত্যাশা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

Advertisements

আজ শুক্রবার সাড়ে ১১টার দিকে ছাত্রদলের নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Advertisements

মঈন খান বলেন, বাংলাদেশ মহান যে আদর্শ নিয়ে সৃষ্টি হয়েছিল, সেই বাংলাদেশে আজ গণতন্ত্র মৃত। মৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সেজন্য রাজপথে নেমেছি, আমরা রাজপথে থাকবো।

নারী দিবসের কথা তুলে ধরে মঈন খান বলেন, আজ নারী সমাজ বঞ্চিত। আমাদের দেশের নারীরা গার্মেন্টস শিল্পে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে নিয়ে গেছে। পোশাক শিল্পের আয় দিয়ে সরকার যে তথাকথিত উন্নয়নের বড়াই করে। অথচ আজ আমাদের দেশের নারী সমাজ বঞ্চিত।

“সরকার মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি, তার ফলশ্রুতি তে দেখতে পারছেন, দেশের অর্থনীতি ধ্বংসের পর্যায়ে পৌঁছেছে”।

ছাত্রদলের নতুন কমিটি নিজেদের জীবন বাজি রেখে দেশের মানুষের ভোটের অধিকার, মানবাধিকার, নারী অধিকার, শিশু অধিকার এবং তাদের সমল অর্থনীতির অধিকার নিশ্চিত করবে বলে প্রত্যাশা করেন ড মঈন খান।

তিনি অভিযোগ করে বলেন, এই সরকার বিএনপি ভয় পায়, বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভয় পায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু গৃহবন্দি করে রাখেনি সরকার, সেই সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসতে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু আফসান মো ইয়াহিয়া, ছাত্রদল নেতা মুঞ্জুরুল আলম রিয়াদ, রিয়াদ রহমান, রেহেনা আক্তার শিরিন, জকির উদ্দিন আবির প্রমুখ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন