English

25 C
Dhaka
শনিবার, মে ৩, ২০২৫
- Advertisement -

বগুড়ার যেসব এলাকায় শুক্রবার সকাল-বিকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

- Advertisements -

শুক্রবার (১২ মার্চ ২০২১ইং) সকাল ৮ টা থেকে বৈকাল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুধুমাত্র জুম্মার নামাজের জন্য বিরতি দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ চালু থাকবে। বিবিবি নেসকো লিঃ বগুড়ার নির্বাহী প্রকৌশলী (অতিঃ দাঃ) স্বাক্ষরিত এক বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাসেস প্রকল্পের আওতাধীন- বিশ্বরোড সড়ক সম্প্রসারণ কাজের জন্য বিদ্যুৎ লাইন বিক্রয় ও বিতরণ বিভাগ ডিভিশন ২ ও করতোয়া নেসকো লিঃ বগুড়া দপ্তরের আওতাধীনের বিদ্যুৎ লাইন বন্ধ থাকবে।

এলাকা সমূহ:
ঝাউতলা-বড়গোলা-কাটনারপাড়া-শিববাটি-উপশহর-হাকির মোড়-ধরমপুর-বারোপুর-শিকারপুর-নেংড়া বাজার-ঘোড়াধাপ হাট-নওদাপাড়া-ঠেঙ্গামারা-বাঘোপাড়া-মাটিডালি-জয়পুরপাড়া-বিসিক-কলেজ-ফুলবাড়ী-বৃন্দাবনপাড়া-কালিতলা-শিববাটি-চেলোপাড়া-নাটাইপাড়া-বউবাজার-ধাওয়াপাড়া-আকাশতারা-সাবগ্রাম-বুজরুকবাড়িয়া-ইছায়দহ-খামারকান্দি-ডাকুরচক-জয়বাংলা হাট-মানিকচক-কালিবালা এলাকাসমূহে উল্লেখিত সময় বিদ্যুৎ বন্ধ থাকবে।

উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক ভাবে বিদ্যুৎ বন্ধের জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন