English

27.2 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

বিমানকে আয় বাড়ানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

- Advertisements -

ফিরোজ আলম মিলন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবনে ‘হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ম পর্যায়) (১ম সংশোধিত)’-শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ক উপস্থাপনা অবলোকনকালে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বিমান সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রমুখ।

হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ম পর্যায়) (১ম সংশোধিত)’-শীর্ষক প্রকল্পের নির্মাণে সার্বিক কাজের ৩২ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

তারা আশা করছেন, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এয়ারপোর্ট নির্মাণ প্রায় সম্পন্ন হবে।

প্রধানমন্ত্রী বিমানবন্দর সম্প্রসারণে নির্মাণ কাজের গতি বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করতে বলেন।

একই সঙ্গে তিনি সিকিউরিটি সার্ভিস বাড়াতে সংশ্লিষ্টদের ট্রেনিং বাড়ানোর নির্দেশনা দেন।

পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের জন্য বলেন প্রধানমন্ত্রী

The short URL of the present article is: https://www.nirapadnews.com/02hk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন