English

30.8 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

আমাকে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে, তা এরই মধ্যে আইসিসিকে জানিয়েছি: ফারুক

- Advertisements -

নাসিম রুমি: ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হিসেবে ক্রিকেট বোর্ডে পরিচালক হয়েছিলেন। সেই সূত্রে হয়েছিলেন বোর্ড সভাপতি। কিন্তু বৃহস্পতিবার রাতে ক্রীড়া পরিষদ তার মনোনয়ন বাতিল করে দেয়ায় বিসিবি থেকে কার্যত অপসারিত হয়েছেন।

এর প্রতিক্রিয়ায় রাতে ফারুক আহমেদ একটি গণমাধ্যম কে জানিয়েছেন, ‘আমি আনচ্যালেঞ্জড যেতে দেবো না। ফাইট করে যাবো। শেষ মুহূর্ত পর্যন্ত দেখবো। আমার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। আমি আইসিসিতে জানিয়েছি।’

বিসিবি পরিচালকের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) যেভাবে তাকে বোর্ড সভাপতির পদ থেকে কার্যত সরিয়ে দিয়েছে, তা মেনে নিচ্ছেন না ফারুক। তিনি দাবি করেছেন, বিষয়টি তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শীর্ষ পর্যায়ে তুলে ধরেছেন।

‘এরই মধ্যে সেক্রেটারির মাধ্যমে আইসিসি সভাপতি জয় শাহকে পুরো ব্যাপারটি জানিয়েছি। এছাড়া আইসিসির অন্তত ৫-৭ জন পরিচালকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করেছি’, বলেছেন তিনি ।

ফারুক আরও দাবি করেন, ‘আমি যে অন্যায়ের শিকার, আমাকে যে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে, আমি তা এরই মধ্যে আইসিসির কাছে জানিয়েছি। আমার বিশ্বাস এবং আমি নিশ্চিত আইসিসি তড়িৎ তাদের অ্যাকশন শুরু করবে। দেখবেন আগামী ২-১ দিনের মধ্যেই বিসিবিতে আইসিসির চিঠি আসবে।’

ফারুক আহমেদ এর বাইরে লঙ্কান ক্রিকেট বোর্ড ভাঙার উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, বছর দুয়েক আগে লঙ্কান ক্রিকেট বোর্ডকে ভেঙে দিয়েছিল শ্রীলঙ্কার মন্ত্রীপরিষদ। কিন্তু আইসিসি তা গ্রহণ করেনি। আইসিসির হস্তক্ষেপে ওই বোর্ড কমিটি পুনর্বহাল হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0340
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন