ভণ্ড সাধুদের রুখতে গত বৃহস্পতিবার থেকে ‘অপারেশন কালনেমি’ নামের অভিযান শুরু করেছে ভারতের উত্তরাখণ্ড সরকার। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এখন পর্যন্ত ৮২ জন ভণ্ড সাধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আনন্দবাজার পত্রিকা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেরাদূন পুলিশের এসএসপি অজয় সিং জানিয়েছেন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে এই অভিযান শুরু হয়েছে।
সাধু সেজে জনগণের যারা বিশ্বাসভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, দেরাদূনের সাহসপুর এলাকা থেকে শুক্রবার সাধু সেজে থাকা রুকন রাকম ওরফে শাহ আলম নামের এক বাংলাদেশের নাগরিককেও গ্রেপ্তার করা হয়।
অভিযানটি শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী ধামি বলেন, ‘যেভাবে অসুর কালনেমি সাধু সেজে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, তেমনই আজকের সমাজে এমন অনেক কালনেমি আছে যারা ধর্মের নামে অপরাধ করছে।’
উল্লেখ্য, কালনেমি এক জন পৌরাণিক অসুর।
ত্রেতা যুগে হনুমান সঞ্জীবনী আনতে যাওয়ার সময় সাধু সেজে তাকে বিপথে চালিত করার চেষ্টা করেছিলেন কালনেমি। সেই কালনেমি অসুরের নামেই ভণ্ড সাধুদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে উত্তরাখণ্ডের সরকার।
উত্তরাখণ্ডের বিজেপি প্রধান মহেন্দ্র ভট্টও সরকারের এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি জানিয়েছেন, কিছু মানুষ নকল সাধু সেজে সমাজকে অশান্ত করার চেষ্টা করে।
সেই প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
নকল সাধুদের খুঁজে বের করার এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে দেশটির হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো বলে প্রতিবেদনটি থেকে জানা গেছে।