বুধবার(৯) সেপ্টেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসি আর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ১১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান বুধবার নমুনা পরিক্ষায় ৪১ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৩৭ জন, সুনামগঞ্জ জেলার ১ জন,হবিগঞ্জ জেলার ১ জন,ও মৌলভীবাজার জেলার ২ জন।
আক্রান্তের মধ্যে ৩১ জনই সিলেট মহানগরীর বাসিন্দা।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, আজ শাবির ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষায় ৭৩ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৪ জন, সুনামগঞ্জ জেলার ২২ জন, মৌলভীবাজার জেলার ৯ জন ও হবিগঞ্জ জেলার ১৮ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৯৬ জন।এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ২৭৭ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ২০৮ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৬৫০ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ৬০৭ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৪৫, সুনামগঞ্জে ২২, হবিগঞ্জে ১৪ এবং মৌলভীবাজারে ২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এছাড়া সিলেট বিভাগের ৮ হাজার ৫৩৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪৩৮২, সুনামগঞ্জে ১৮৪৫, হবিগঞ্জে ১০৭৯, মৌলভীবাজারে ১২২৯ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0nzd
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন