সাবেক সংস্কৃতিমন্ত্রী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। রাত সাড়ে ১০টার সময় আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আসাদুজ্জামান নূরের করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। তিনি নিজের বাসায়ই অবস্থান করছেন।
সম্মিলিত সংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, রাত ৯টা পর্যন্ত জুম মিটিং করেছেন প্রয়াত আলী যাকের স্মরণে নাগরিক শ্রাদ্ধানুষ্ঠান করার ব্যাপারে আমাদের কথা হয়েছে। মিটিং শেষে করোনা সংক্রমনের পরীক্ষার ফল এসেছে। তাতে পজিটিভ এসেছে। এমনিতে তিনি ভালো আছেন।
আসাদুজ্জামান নূরকে গত ১ ডিসেম্বর শাহবাগের বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0rqa
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন