English

26.3 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
- Advertisement -

অবশেষে স্টুডিওতে রেকর্ড হলো রানু মণ্ডলের গান

- Advertisements -

নাসিম রুমি: কলকাতার রানাঘাট রেল স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্ম থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। সেই ভাইরাল হওয়া গান ছড়িয়ে পড়েছিলো মুম্বাই পর্যন্ত। তার কণ্ঠে লতা মঙ্গেশকরের গাওয়া এক জনপ্রিয় ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গান গেয়ে নেটদুনিয়ায় তারকা হয়ে যান রানু মণ্ডল।

রানাঘাট বেগোপাড়া চার্চের ঢিলছোঁড়া দূরত্বে রানু মণ্ডলের বাড়ি । এক সময় রানাঘাট প্ল্যাটফর্মে গান গেয়ে ভিক্ষে করতেন। হঠাৎই তার গান ভাইরাল হওয়াতে পাড়ি দিলেন সদূর মুম্বই। সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে গানও গাইলেন তিনি। তবে সামাজিক মাধ্যমের আলো সরে যেতে সময় লাগেনি।

রানু মণ্ডল যখন গান গাইতে মুম্বই পাড়ি দিলেন, তখন গমগম করত তাঁর বাড়ি। মানুষজন আসতেন বিভিন্ন প্রোগ্রামে গান গাওয়ার জন্য কথা বলতে। আজ সেই রানু মণ্ডল হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশীরা বলেন রানু মণ্ডল বাড়িতে একাই থাকেন, কোনরকমে দিন কাটে তাঁর। তবে শারীরিকভাবে সুস্থ নেই।

শারীরিকভাবে সুস্থ না থাকলেও, তাঁর একটি শখ পূরণ হয়েছে। অবশেষে স্টুডিওতে রেকর্ড হয়েছে রানুর গাওয়া গান। তাঁকে গান রেকর্ডের সুযোগ করে দিলেন জনপ্রিয় বলিউড গায়ক হিমেশ রেশমিয়া। আসছে হিমেশের পরবর্তী ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’।

সেই ছবিরই ‘তেরি মেরি কহানি’ গানটি রেকর্ড করা হয়েছে রানুর গলায়। গান রেকর্ডের ভিডিও বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন হিমেশ । তার পর আবার ভাইরাল হয়েছে রানুর ভিডিও। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে সেই ভিডিও দেখে ফেলেছেন প্রায় দুই লক্ষের বেশি ইউজার।

রানুকে দিয়ে গান রেকর্ড করানোর বিষয়ে হিমেশ বলেন, ‘সালমান ভাইয়ের বাবা সেলিম চাচা আমাকে এক বার বলেছিলেন, জীবনে যখনই কোনও প্রতিভাবানের খোঁজ পাবে তখন তাঁর প্রতিভার বিকাশে সাহায্য করবে। রানুকে দিয়ে গান রেকর্ড করিয়ে সালমানের বাবার দেয়া উপদেশের সদ্ব্যবহার করলেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0tb9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন