English

29.9 C
Dhaka
সোমবার, আগস্ট ১৮, ২০২৫
- Advertisement -

‘কার বিয়ে কে করে’তে লাভলু-মিতিল

- Advertisements -

বাংলাদেশের বরেণ্য নাটক, চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা সালাহ উদ্দিন লাভলু’রই হাত ধরে অভিনয়ে পেশাগতভাবে সেরা নাচিয়ে’র মিতিল ফাররোখ’র যাত্রা শুরু। যে কারণে নতুন অনেকের মধ্যে অভিনয়ে মিতিল বেশ সিদ্ধহস্ত। কারণ তিনি অভিনয়টা বেশ রপ্ত করার চেষ্টা করেছেন। আগামী ঈদে লাভলু’রই বিপরীতে দেখা যাবে মিতিলকে ‘কার বিয়ে কে করে’ নাটকে।

নাটকটি রচনা করেছেন কাজী শাহেদুল ইসলাম। এরইমধ্যে রাজধানীর পূবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। নাটকটি নির্মাণের পাশাপাশিই জব্বার চরিত্রে অভিনয় করেছেন সালাহ উদ্দিন লাভলু। তার বিপরীতে লাইলী চরিত্রে অভিনয় করেছেন মিতিল।

সালাহ উদ্দিন লাভলু বলেন,‘ মিতিলেরতো অভিনয়ে যাত্রা শুরু আমার হাত ধরেই। অভিনয়ে বেশ ভালো করছে মিতিল। এ নাটকেও চরিত্রানযায়ী বেশ খুব ভালো করেছে। আর এবারের ঈদে আমার নির্দেশনায় নির্মিথ দু’টি নাটক দর্শক দেখতে পাবেন দু’টি ভিন্ন চ্যানেলে। দু’টি নাটক নিয়েই আমি আশাবাদী।’ মিতিল বলেন,‘ বলেন,‘ আমার পরম সৌভাগ্য যে এমন গুনী, দেশ বরেণ্য একজন অভিনেতা, নির্মাতার নির্দেশনায় বেশ ভালোভাবে অভিনয়ে আমার যাত্রা শুরু হয়েছিলো।

লাভলু ভাইয়ের নির্দেশনায় কাজ করাটা আমার জন্য সবসময়ই পরম সৌভাগ্যের। বলা যায় বেশ কিছুদিন বিরতির পর আমার অভিনয় করা। যথারীতি অনেক যত্ন নিয়ে পুরো ইউনিটের ভীষণ আন্তরিকতায় কাজটি শেষ হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’

লাভলু জানান, ‘কার বিয়ে কে করে’ নাটকটি আগামী ঈদে বাংলাভিশনে প্রচার হবে। এছাড়াও লাভলু মামুনুর রশীদের রচনায় ‘কাক জোছনা’ নামের একটি নাটক নির্মাণ করেছেন, এটি চ্যানেল আইতে প্রচার হবে আগামী ঈদে। মিতিলের চাচা ও নানা মারা যাবার কারণে এবং বেশকিছু দিন দেশের বাইরে থাকার কারণে দীর্ঘ একটা সময় তাকে নতুন নাটকে দেখা যায়নি।

তবে মিতিল জানান, এখন থেকে আবারো অভিনয়ে নিয়মিত হবেন তিনি। সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় মিতিল প্রথম ‘প্রিয় দিন প্রিয় রাত’ ধারাবাহিকে অভিনয় করেন। এরপর মিতিলকে আরো বেশকিছু ভালো গল্পের নাটকে অভিনয়ে দেখা যায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0xm7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন