দেশব্যাপী মাদকবিরোধী অভিযানে ৩৮৪ জনকে গ্রেফতার করেছে ইতালির পুলিশ। একই সঙ্গে ১ দশমিক ৪ টন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
শনিবার এক বিবৃতিতে পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। গতকাল শুক্রবার ইতালির বিভিন্ন প্রদেশে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পাশাপাশি ৬৫৫ জনকে তদন্তের আওতায় আনা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩৫ কেজি কোকেইন। একই সঙ্গে ৪০টির বেশি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।
অভিযানে মোট ৩১২টি তল্লাশি ও পরিদর্শন কার্যক্রমে তিনটি শহরের পাঁচটি ক্যানাবিস দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় ২৯৬ কেজি ক্যানাবিস বা গাঁজাজাতীয় পণ্য জব্দ করা হয়। প্রাথমিক পরীক্ষায় এগুলোকে অবৈধ মাদক হিসেবে শনাক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে ইতালি সরকার জননিরাপত্তা, আইনশৃঙ্খলা, অপরাধ দমনে বিশেষ নির্বাহী আদেশ জারি করে। যার মাধ্যমে তথাকথিত ‘লিগ্যাল ক্যানাবিস’ নিষিদ্ধ করা হয়।
