English

29.3 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

নিসচা চাঁদপুর জেলা কমিটির সহ-সভাপতির মায়ের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল

- Advertisements -

নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির সহ-সভাপতি মোঃ আবদুর রহমান গাজীর মায়ের আজ প্রথম মৃত্যুবার্ষিকীতে ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তাঁর মা আনোয়ারা বেগম গত বছর ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। এ উপলক্ষে বৃহস্পতিবার বাদ আছর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মরহুমার পরিবারের পক্ষ থেকে ইছালে সাওয়াবের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তার সন্তানরা মিলে পবিত্র কুরআন খতম দিয়েছেন এবং মরহুমার নাতি হাফেজ মহিবুর রহমান মহিব্বুল্লাহ হাফেজ মোঃ সায়েম ওইদিন বাদ ফজর থেকে আছর পর্যন্ত সবিনা খতম করেন। আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের এতিম ছাত্রদের দুপুরের খাবার পরিবেশন করা হয়। এছাড়া সম্মিলিতভাবে বাদ আছর কবর জিয়ারত ও মরহুমার নামের আনোয়ারা-মতিউর মহিলা মাদ্রাসায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে দোয়া মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার। ছাত্র হিযবুল্লাহর নেতা মোঃ সাইদুর রহমান মিলাদ-কিয়াম পরিচালনা করেন। উপস্থিত ছিলেন বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, হামিদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ হাবিবুল্লাহ, কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬ এর সভাপতি এ এস এম শফিকুর রহমান, কৃষি ব্যাংকের সাবেক এজিএম মোঃ ইসমাইল হোসাইন, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ খান, মোঃ নুরুল হক গাজী, আল-আমিন জামে মসজিদের সভাপতি মোঃ মিজানুর রহমান গাজী, মোঃ নাসির উদ্দিন পাটওয়ারী, যুব হিযবুল্লাহর চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক ও নিসচার জেলা সদস্য  মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী, এডভেজ্ঞার বয়েজের সভাপতি জিএম জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক জিএম রাকিব হোসাইন, পৌর ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান সজীব, মোঃ এমরান হোসেন গাজী, মোঃ কাওছার হোসেন, কাজী লোকমান হোসেন, কাজী বিল্লাল হোসেন সবুজ, কাজী শিহাব হোসেনসহ বিভিন্ন গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।  পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, মরহুমার স্বামী মরহুম মোঃ মতিউর রহমান গাজী ১৯৯৫ সালের ১৬ এপ্রিল রোববার সড়ক দুর্ঘটনায় নিহত হন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0zv4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন