English

31 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

আগ্নেয়গিরির লাভায় তৈরি করা হচ্ছে পিৎজা!

- Advertisements -

গুয়াতেমালার পাকায়া আগ্নেয়গিরি জেগে ওঠার পর সেখান থেকে বের হচ্ছে লাভা। সেখানেই পিৎজা বানিয়েছেন ডেভিড গার্সিয়া নামে এক ব্যক্তি। ৩৪ বছর বয়সি ডেভিড গার্সিয়া পিৎজা বানানোর সব উপকরণ নিয়ে পৌঁছে গিয়েছিলেন। লাভার উত্তাপে যাতে ক্ষতি না হয়, তার জন্য সতর্কতামূলক ব্যবস্থাও নিয়েছিলেন তিনি।

গরম লাভার উপর তিনি ধাতুর পাত্র বসিয়েছিলেন। তার উপর তৈরি করা হয়েছে পিৎজা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেখানে ঘুরতে আসা পর্যটকরা খেয়েছেন ডেভিডের বানানো সেই পিৎজা।

এ বিষয়ে ডেভিড গার্সিয়া বলেন, ‘প্রায় ৮০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৪ মিনিট ধরে তৈরি করা হয়েছে পিৎজা। তা খেতেও খুব মজা হয়েছে।’ লাভার উপর তৈরি এই পিৎজাকে নেটিজেনরা নাম দিয়েছেন ‘পাকায়া পিৎজা’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/126m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন