ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি,কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল , নিরাপদ সড়ক চাই, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ফিরোজ উদ্দীন ভুইঁয়া, কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা,কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, নিরাপদ সড়ক চাই( নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান বক্তব্য রাখেন।
সভা সঞ্চালনা করেন সহকারী পরিচালক (বিআরটিএ) মো. কামরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম কার্যকরী সদস্য প্রকৌশলী এম এ কাইয়ুম আকন্দ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম , সাবেক দুর্ঘটনা বিষয়ক সম্পাদক আমিনুল হক সাদী, যুব বিযয়ক সম্পাদক মো: হুমায়ুন কবীর, দপ্তর সম্পাদক প্রফেসর হুমায়ুন আহমেদ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শরিফা আক্তার মশগুল, ডা. মাহবুব আলম, সফিকুর রহমান চৌধুরী, বুলবুল আহমেদ, মেহেদী হাসান বাদশাসহ নিসচা’র নেতৃবৃন্দ ও জেলা বিআরটিএ শাখার কর্মকর্তারা।
এর আগে নিরাপদ সড়ক চাই, কিশোরগঞ্জ জেলা শাখা শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে একটি র্যালি বের করে। তারা শহরের বিভিন্ন স্থানে পথচারী, যাত্রী-চালক ও সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/18cj